কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার, কৃষি তথ্য সার্ভিস এবং কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে কৃষি সার্ভিস দপ্তরের কর্মীদের অংশগ্রহণে তাদের আহরিত সম্প্রচার দক্ষতা ও কারিগরী জ্ঞান অনুষ্ঠানসমূহের মাধ্যমে গ্রামীণ জনগণের কাছে উপস্থাপন করে থাকেন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান, কুমিল্লা, বরিশাল এবং ঠাকুরগাঁও -এই ১২(বার)টি আঞ্চলিক কেন্দ্র থেকে প্রতিদিন এসব অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। এ ছাড়াও ঢাকা কেন্দ্র থেকে প্রতিদিন কৃষি বিষয়ক জাতীয় অনুষ্ঠান প্রচার করা হয়। এই কেন্দ্রগুলো থেকে প্রতিদিন ২৯০ মিনিটের কৃষিবিষয়ক অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। কৃষি বিষয়ক অনুষ্ঠানের পাশাপাশি এ ইউনিট থেকে মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক অনুষ্ঠান এবং পরিবেশ- জীববৈচিত্র বিষয়ক অনুষ্ঠান ও সম্প্রচার করা হয়।